About Us

BongHood (বংহুড) ওয়েবসাইটে নিউজ লেখক ও ব্লগার দ্বারা নিয়মিত সরকারি চাকরির খবর আপডেট দেওয়া হয়। বংহুড এর প্রধান উদ্যেশ্য হল মাধ্যমিক ও উচ্চমাধমিক পাশে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরি, প্রাইভেট চাকরি, ব্যাঙ্ক, রেলওয়ে, গ্রূপ সি, ডি, প্রাইমারি টেট, পুলিশ, আর্মি ইত্যাদির নিয়োগ সম্পর্কে সঠিক তথ্য প্রদান করা।

বং হুড শুরু কিভাবে হল

আমি কোলকাতার Syamaprasad Collage থেকে B.Com পাশ করি। এরপর কি করবো ভাবতে থাকি। বিভিন্ন বেসরকারি চাকরি খোঁজার পাশাপাশি আমার সরকারি চাকরির দিকে আগ্রহ জন্মায়। কিন্তু কোথা থেকে এইসব সরকারি চাকরির ইনফরমেশন পাওয়া যায় এসব ব্যাপারে আমার তেমন জ্ঞান ছিল না।

তখন আমার এক বন্ধু আমাকে একটা ইউটিউব ভিডিওর লিঙ্ক পাঠায়। ওই সময় WBP  Police Constable এর Vacancy বের হয়। ভিডিও দেখে একবার পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করি ও পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করি। কিন্তু সেকেন্ড লকডাউন শুরু হয়ে যাওয়ার কারণে পরীক্ষার তারিখ পিছিয়ে যায়।

তাই ওই পড়াশোনার প্রতি যে আগ্রহ টা ছিল সেটা আর থাকলো না। এইসব এর মাঝে আমি চাকরি পরীক্ষার নোটিশ কিভাবে দেখতে হয়, কিভাবে আবেদন করতে হয়, কোন কোন পরীক্ষার জন্য কি কি বই পড়তে হয় এইসব বিভিন্ন সোর্স থেকে জেনে নেই।

ছোটবেলা থেকে আমি একটু Tech Enthusiast (প্রযুক্তি উৎসাহী), ইন্টারনেট ঘেঁটে ব্লগ ওয়েবসাইট কিভাবে বানাতে হয় তা কিছুটা শিখে ছিলাম। এরপর যারা চাকরির প্রতি সত্যি কারের সিরিয়াস, Competitive Exam এর জন্য যারা প্রস্তুতি নিতে চায় তাদের কে বিভিন্ন চাকরির খবর এর আপডেট ও ইনফরমেশন দেওয়ার লক্ষ্যে শুরু করি BongHood.Com ওয়েবসাইট টি।

এই ওয়েবসাইটে আপনি সরকারি চাকরির সমস্ত আপডেট পাবেন - 

 • চাকরির খবর Job News
 • সরকারি চাকরি Sarkari Job
 • সরকারি নিয়ম Sarkari Rules
 • ব্যাঙ্কের চাকরি Banking Job
 • সরকারি প্রকল্প Sarkari Scheme
 • মাধ্যমিক পাশে চাকরি 10th Pass Job
 • উচ্চমাধ্যমিক পাশে চাকরি 12th Pass Job
 • রেলের চাকরি Railway Jobs
 • স্কলারশিপ Scholarships
 • অ্যাডমিড কার্ড Admid Card
 • রেজাল্ট Result

বং হুড টিম Meet Our Team

Tuhin Bera

Tuhin Bera, Founder: BongHood.Com

তুহিন বেরা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের বাসিন্দা। একজন Graphic Designer। কর্মসূত্রে কোলকাতায় থাকেন। ইনি হলেন BongHood.Com ওয়েবসাইটের Content Strategy Head এবং পাশাপাশি একজন লেখক। গত ৪ বছর ধরে Blogging করছেন, বেশ কয়েকটি Youtube Channel এ কাজ ও করেছেন।

Saranna Maji

Saranna Maji, Content Writer: BongHood.Com

সারন্যা মাজি হলেন একজন সাহিত্য প্রেমী মানুষ, রান্না-বান্না, খাদ্যপ্রেমি ও মনে প্রাণে একজন বাঙালি। বংহুড এর জীবনী মূলক পোস্ট গুলি উনি লিখেছেন। এছাড়াও আরও বিভিন্ন বিষয়ে লেখালেখি করার দক্ষতা রয়েছে।

Antara Nag

Antara Nag, Content Writer: BongHood.Com

অন্তরা নাগ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার বাসিন্দা। তিনি একজন House Wife ও একটি KG স্কুলের Assistant Teacher হিসেবে নিযুক্ত রয়েছেন। সরকারি চাকরি রিলেটেড আর্টিকেলের পাশাপাশি বিভিন্ন নিউজ রিলেটেড কন্টেন্ট লেখার অভিজ্ঞতা রয়েছে।