অ্যারিস্টটল এর জীবনী | Aristotle Biography in Bengali

Aristotle Biography in Bengali

অ্যারিস্টটল এর জীবনী (Aristotle Biography in Bengali): বর্তমানে যেটা পদার্থবিজ্ঞান, গ্রিক আমলে ছিল সেটাই ন্যাচারাল ফিলোসফি। আর এই পদার্থবিজ্ঞানের সূচনা যাদের হাত ধরে হয়েছিল তারা হলেন প্লেটো ও তাঁর শিষ্য অ্যারিস্টটল (Aristotle) । অনেকেই শুধু অ্যারিস্টটলের নামটাই শুনে এসেছে, খুব কম মানুষ এর জীবনী সম্পর্কে জানেন। আর খুব কম তথ্যই অ্যারিস্টটলের সম্পর্কে পাওয়া গেছে। আর সেই সংক্ষিপ্ত তথ্য তুলে ধরা হল।

বিখ্যাত বিজ্ঞানী অ্যারিস্টটল এর জীবনী - Aristotle Biography in Bengali

জন্ম (Birthday) খ্রিষ্টপূর্ব ৩৮৪ সালের ৭ ই মার্চ।
জন্মস্থান (Place of Birthday) গ্রিক।
পিতা (Father) নিকোম্যাকাস।
পরিচিতি লাভ গ্রিক বিজ্ঞানী, দার্শনিক,
প্রাণীবিজ্ঞানের জনক,
পশ্চিমা দর্শনের জনক।
অ্যারিস্টটলের গুরু পারমেনাইডিস, সক্রেটিস, প্লেটো, হেরাক্লিটাস।
অ্যারিস্টটলের শিষ্য মহামতি আলেকজান্ডার, আল ফারাবি,
ইবন সিনা, ইবনে রুশদ,
অ্যালবার্টাস ম্যাগনাস,
মাইমোনাইডিস কোপারনিকাস,
গ্যালিলিও গ্যালিলি,
টলেমি, সেন্ট টমাস একুইনাস

জন্ম - Aristotle's Birth

খ্রিষ্টপূর্ব ৩৮৪ সালের ৭ ই মার্চ স্টাগিরাস নামক এক গ্রিক উপনিবেশে জন্মগ্রহণ করেন।

পিতা - Aristotle's Father

তাঁর পিতা নিকোম্যাকাস ম্যাসিডোনিয়ার রাজার গৃহ চিকিৎসক ছিলেন। এই চিকিৎসা থেকেই তাদের উপার্জন হত। তাঁর পিতার অনুপ্রেরণায় তিনিও ডাক্তার হতে চেয়েছিলেন। 

শিক্ষা ও কর্মজীবন - Education and Career of Aristotle

শৈশবেই বাবা মারা যান, তখন তাঁকে শিক্ষার জন্য পাঠানো হয় এথেন্সে। প্লেটোর কাছে শিক্ষাগ্রহণ করেন। প্লেটো মারা যাওয়ার পর প্লেটোর অ্যাকাডেমিকে অ্যারিস্টটলকে প্রধান না করে অন্য কাউকে করা হয়। এরপর অ্যাটারনিয়াস এর শাসক হারমিয়াসের আমন্ত্রণে সেখানে যান। এখানে তিন বছর থাকার পর অ্যাটারনিয়াস পারস্য সম্রাট দখল করেন। এরপর মাইটিলেনি চলে যান। এরপর মেসিডোনিয়া র রাজা ফিলিপের ১৩ বছরের ছেলে আলেকজান্ডারের শিক্ষক হন। ফিলিপের মৃত্যুর পর  অ্যারিস্টটল (Aristotle) আবার এথেন্সে ফিরে আসেন। সেখানে তিনি শিক্ষকতা করেন। এথেন্সে গিয়ে ১৩ বছর শিক্ষকতা করেন। শিক্ষাদান ছাড়াও তিনি তর্কবিদ্যা, অধিবিদ্যা, প্রকৃতিবিজ্ঞান, জীববিজ্ঞান, নীতিশাস্ত্র নিয়ে গবেষণা করতেন। 

দাম্পত্য জীবন - Aristotle's Married Life

অ্যাটারনিয়াস এর শাসক হারমিয়াসের আমন্ত্রণে সেখানে  যান, সেখানে গিয়ে রাজার ভগ্নি পিথিয়াসকে বিয়ে করেন। পরে তিনি হারপিলিসকে বিয়ে করেন। 

অ্যারিস্টটলের রচনা সমূহ - Aristotle's Books and Essays

অ্যারিস্টটল (Aristotle) যে সমস্ত রচনা লিখেছিলেন, তাঁর মৃত্যুর আগে শিষ্য থিওফ্রাস্তোসের হাতে দেন। এরপর এই রচনা গুলির অধিকারী হন তাঁর শিষ্য নেলেওস। নেলেওসের মৃত্যুর পর লেখা গুলো অ্যারিস্টটলের সমাধির পাশে পুঁতে দেওয়া হয়। রোম সেনাবাহিনী গ্রিস দখল করলে, এই পুঁথি গুলো খুঁজে পায়। কিন্তু সেই পুঁথি গুলোর বেশির ভাগই নষ্ট হয়ে গিয়েছে। তিনি বই লিখেছেন যেগুলো নিয়ে তা হল, পদার্থবিদ্যা , জ্যোতির্বিদ্যা , আবহাওয়াবিদ্যা , বিকাশ ও অবক্ষয় , প্রাকৃতিক ইতিহাস , আত্মা সম্বন্ধে , জীবজন্তুর অঙ্গ , জীবজন্তুর গতিবিধি, অলঙ্কার, কাব্যশাস্ত্র, নীতিবিদ্যা , রাজনীতি, বিভিন্ন দর্শনতত্বমূলক রচনাবলী এবং পরাবিদ্যা।  অ্যারিস্টটল লিখেছেন,  ‘দি প্রােট্রিপটিকাস’ (The Protrepticus) । যেখানে তিনি বলেছেন, জীবন হচ্ছে আত্মার মৃত্যু। দেহের বিনাশের সাথে সাথে আত্মার উত্তরণ ঘটে। 

মৃত্যু - Death of Aristotle

ক্যালসিসে আক্রান্ত হন, এরপর ৩২২ খ্রিষ্টপূর্বাব্দে ৬৩ বছর বয়সে তিনি মারা যান। 

অবদান - Aristotle's Contribution

১) পচা বস্তু থেকে জীব সৃষ্টি হয়,এই ভুল ধারণার প্রতিবাদ করেন। 

২) সিপিয়া ও অক্টোপাসের পরিস্ফুট সম্পর্কে নানান তথ্য দেন। 

৩) সস্তান ও ডিম প্রসবের শ্রেণীবিভাগ করেন। 

৪) তিমি ও ডলফিনকে মৎস্য কুল থেকে পৃথক করেন। 

৫) অ্যারিস্টটলের গবেষণা গুলো ছিল ইন্দ্রিয় গ্রাহ্য। তিনি আগে পৃথিবীকে পর্যবেক্ষণ করতেন, তারপর সেগুলো নিয়ে বিশ্লেষণ করতেন। 

৬) প্রাণীবিদ্যাকে তিনটি শাখায় বিভক্ত করেছেন। 

৭) তিনি আবিষ্কার করেছেন, পদার্থ এবং রূপের মধ্যে সম্পর্ক, দ্বিপদ শ্রেণিবিন্যাস ব্যবস্থা, অভিজ্ঞতাবাদ। 

৮) অ্যারিস্টটল বলেছেন, চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত হয়। 

উল্লেখযোগ্য তথ্য - Facts About Aristotle

১) অ্যারিস্টটলের পিতা ছিলেন আলেকজান্ডারের পিতামহ। 

২) অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। কারণ তিনিই প্রথম একটা স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দান করেন। 

৩) অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থ পলিটিক্স। এই বইয়ে রয়েছে সমাজ, রাষ্ট্র, শাসন ব্যবস্থা এবং নৈতিকতা। 

বিখ্যাত উক্তি - Aristotle Quotes

১) লোকেরা যা মনে করে তার চেয়ে উচ্চ মনের মানুষটিকে সত্যের জন্য আরও বেশি যত্নবান হতে হবে।

২) শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি ।

৩) প্রতিটি মানুষ কথা বলে এবং অভিনয় করে এবং তার চরিত্র অনুযায়ী জীবনযাপন করে।

৪) হৃদয়কে শিক্ষিত না করে মনকে শিক্ষিত করা মোটেই শিক্ষা নয় ।

৫) দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই।

৬) যে সবার বন্ধু, সে আসলে কারোরই বন্ধু নয়।

৭) আমার শ্রেষ্ঠ বন্ধু সেই-ই যে আমার কল্যাণ কামনা করে কেবল আমার কল্যাণের জন্যই।

৮) ‘মানুষ সামাজিক জীব। যে সমাজে বাস করে না, সে হয় দেবতা, না হয় পশু।

৯) আমরা বারবার যা করি তাই আমরা। শ্রেষ্ঠত্ব, তাহলে, একটি কাজ নয়; এটা একটা অভ্যাস। 

অ্যারিস্টটল এর জীবনী প্রশ্নোত্তর - Aristotle Biography in Bengali (FAQ)

অ্যারিস্টটল (Aristotle) কে ছিলেন?

গ্রিক বিজ্ঞানী, দার্শনিক, প্রাণীবিজ্ঞানের জনক, পশ্চিমা দর্শনের জনক।

অ্যারিস্টটলের জন্ম কত সালে?

খ্রিষ্টপূর্ব ৩৮৪ সালের ৭ ই মার্চ।

অ্যারিস্টটলের জন্মস্থান কোথায়?

স্টাগিরাস নামক এক গ্রিক উপনিবেশে অ্যারিস্টটল জন্মগ্রহণ করেন।

অ্যারিস্টটলের পিতার নাম কী?

নিকোম্যাকাস।

অ্যারিস্টটলের গুরু কারা ছিলেন?

পারমেনাইডিস, সক্রেটিস, প্লেটো, হেরাক্লিটাস।

অ্যারিস্টটল কার শিক্ষায় শিক্ষিত?

প্লেটো।

অ্যারিস্টটল কার শিক্ষক ছিলেন?

আলেকজান্ডার।

অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থের নাম কী?

পলিটিক্স।

অ্যারিস্টটলের মৃত্যু কবে হয়?

৩২২ খ্রিস্ট পূর্ব ।

... ...

শেষকথা

অসংখ্য ধন্যবাদ BongHood.Com এর মাধ্যমে অ্যারিস্টটল জীবনী (Aristotle Biography in Bengali) টি শেষ অব্ধি পড়ার জন্য। আরও নিত্যনতুন তথ্য পেতে আমাদের ওয়েবসাইট টি ভিজিট করবেন এবং আমাদের সাথে থাকবেন। আমরা পোস্ট গুলি নিয়মিত আপডেট করে থাকি। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url