Kali Puja 2023: মা কালীর পাশে শিয়াল কেন থাকে?
প্রত্যেক বছর কার্ত্তিক মাসে দীপান্বিতা অমাবস্যা তিথিতে হয়ে থাকে মা কালীর পুজো। মা কালীর বহু নাম রয়েছে। কোথাও তিনি কালী (Kali) কোথাও তিনি শ্যামা (Shyama) । এছাড়াও দেবী কালীর পুজো সারা বছর অমাবস্যা তিথিতে বিশেষ মনস্কামনা নিয়ে হয়। এছাড়াও চতুর্দশী তিথিতেও মায়ের বিশেষ পুজো হয়। যেমন মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী অথবা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথি। কোথাও বা রটন্তীকালী কোথাও বা তিনি বা তারা। মা কালীর রূপের একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। মা কালীর পাশে আমরা শিয়াল দেখতে পাই। আজকের এই পোস্ট থেকে আমরা জানবো মা কালীর পাশে শিয়াল কেন থাকে? আসুন জেনে নেওয়া যাক।
মা কালীর পাশে শিয়াল কেন থাকে?
কালী ঠাকুরের মূর্তি অন্যান্য দেবী বা দেবতার মূর্তি থেকে একটু ভিন্ন। তিনি ভয়ঙ্করী অথচ সুন্দর মাতৃ মূর্তি। একই দেহে মা আমাদের শাসন করেন, স্নেহ করেন, বারণও করেন। রক্তে মাখা তাঁর শরীর এবং কর্তৃত্ব নরমুণ্ড। ভীষণ দৃষ্টি আলুলায়িত কেশ। এছাড়াও অভয়মুদ্রা কিন্তু মা-ই দান করেন আমাদের।
এছাড়াও তিনি বড় ভয় মুদ্রাও আমাদের দান করেন৷ মা কালিকা, "কাল" শব্দ থেকে কালী শব্দের সৃষ্টি। মনে করা হয় সৃষ্টির আদি লগ্নে দেব এবং অসুরের ভীষণ যুদ্ধের দিনে দেবতাদের প্রার্থনায় আদ্যশক্তি মা পার্বতীর দেহের কৃষ্ণ কোষ থেকে দেবী কৌশিকী আবির্ভূত হয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে সেই রূপ ভেদেই দেবী আবার চণ্ডিকা রূপ ধারণ করেন।
মহাভারত এ কালরাত্রি বা কালী নামে আরও এক দেবীর উল্লেখ পাওয়া যায়। ইনি যুদ্ধে নিহত যোদ্ধা বরকত এবং পশুদের আত্মাকে বহন করেন। শিবই কাল বা কালবোধক এবং তাঁর পত্নী বা স্ত্রী, তিনি হলে মা কালিকা। কালীর উপলব্ধি হল কালী। একজন মানুষের জীবন শেষ হয় স্থূল দেহে নাশ হয় শ্মশানে।
আর কালিকা রূপে মাকে আমরা শ্মশানেই দেখতে পাই। শ্মশানে শৃগাল বা শেয়াল থাকে যাদের শিবা বলা হয় দেবী চণ্ডিকা রূপে যখন প্রথম তিনি আবির্ভূত হয়েছিলেন সেখানে কিন্তু মায়ের চারিধারে এই শিয়াল-ই ছিল। অর্থাৎ শৃগাল পরিবৃতা ছিলেন মা কালী। সকলেই আমরা মৃত্যুর পথে পাড়ি দিচ্ছি এবং সেখানে শিয়াল-ই বর্তমান। বলা হয় মা শৃগালের মধ্যে বোধ রূপ বর্তমান।
আর একটি কারণ রয়েছে মায়ের খড়গ মানুষকে বোধ দান করে। মায়ের যে খড়গ সেখানে আঁকা থাকে চোখ৷ সেই চোখ আমাদের অদেখাকে, অজ্ঞানতাকে অন্ধকারকে নাশ করে। এই কারণেই বুদ্ধিমান তম প্রাণী হল শিয়াল। আর তা মায়ের সাথে সাথেই থাকে। বলতে পারেন তার শাবক বা বাহন।
শ্রীগাল কিন্তু কেবল বাহিনী নয়, দেবীর রূপভেদ ও বটে। বহু প্রাচীন প্রত্নতত্ত্ব লিপিতে আমরা দেখেছি দেবী কখনও নেকড়ের মুখে নিয়ে রয়েছে, আবার কখনও শেয়ালের মুখ নিয়ে রয়েছেন। শ্মশানের ধ্বনি শোনা যাচ্ছে। বহু স্থানে শ্মশান কালী মায়ের যে রূপ সেখানে কিন্তু প্রথমেই শেয়ালকে ভোগ দেওয়া হয় মায়ের পুজোর আগে। শেয়াল তুষ্ট হলেই মায়ের পুজো শুরু হয়।
আরও একটি বিষয় লক্ষ্য করার মতো। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পরে বসুদেব গোকুলের দিকে যখন যাত্রা করেছিলেন তখন মা পার্বতী তাকে শেয়ালের রূপ ধরেই পথ প্রদর্শন করেছিলেন। এক কথায় চণ্ড-মুণ্ড-শুম্ভ-নিশুম্ভ প্রভৃতি ভীষণ ভয়াল দর্শন অসুরকে বধ করতে মা যেদিন পার্বতী গৌরী রূপ ত্যাগ করে কালিকা বা চন্ডী রূপে আবির্ভূত হলেন এবং সেদিন যেদিন তিনি শ্মশান ভূমিতে এসে উপস্থিত হলেন তখন মায়ের একমাত্র জীবিত সঙ্গী ছিল এই শেয়াল-ই।
যাদের শিবা কুল বলা হয়। তাই শিবা অর্থাৎ শেয়াল মায়ের বাহন নয়, বোধে এবং তত্ত্বে শিবাকুল-ই মায়ের সঙ্গী শাবকও বলতে পারেন৷ এই কারণেই মা কালীর পাশে আমরা শেয়াল দেখতে পাই।
শেষকথা
বন্ধুরা আজকের প্রতিবেদন এই পর্যন্তই। আশা করি মা কালীর পাশে শিয়াল কেন থাকে? - এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। আর্টিকেল টি শেষ অব্ধি পড়ার জন্য ও BongHood.Com এর সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।