Happy Diwali Wishes (শুভ দীপাবলির শুভেচ্ছা) in Bengali: বাঙালির আলোর উৎসব হল দীপাবলি। কালীপূজার দিন সমস্ত বাঙালিরা দীপাবলি পালন করেন। প্রদীপ, মোমবাতি, ইলেকট্রিক টুনি বাল্ব, আতশবাজি ইত্যাদি দিয়ে আলোকিত হয় গোটা গ্রাম-শহর এর ঘরবাড়ি ও অলিগলি। সকলে এই দিনে প্রিয়জন ও বন্ধুবান্ধব দের শুভ দীপাবলির শুভেচ্ছা জানায়। আমরা বাঙালিরা এই উৎসব কে দীপাবলি বললেও অ-বাঙালিরা একে দিওয়ালী বলে থাকেন। অশুভ অকল্যাণকর অন্ধকার কে দূরে সরিয়ে সমগ্র হিন্দু ধর্মের মানুষেরা শুভ ও কল্যাণ এর প্রতিষ্ঠায় যুগ যুগ ধরে পালিত করে চলেছেন এই আলোর উৎসব। সামনেই তো দীপাবলি তাই আজকের এই পোস্টে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দীপাবলির শুভেচ্ছা ও শুভ দীপাবলি মেসেজ।
আমাদের এই নিবন্ধে থাকা ৭৫ টি শুভ দীপাবলির শুভেচ্ছা বার্তা গুলির মধ্যে থেকে আপনার পছন্দের মেসেজটি প্রিয়জনদের হোয়াটসঅ্যাপ কিংবা অন্যান্য ম্যাসেজিং প্ল্যাটফর্ম এ পাঠাতে পারেন। তাই আর সময় নষ্ট না করে এখুনি পাঠিয়ে দিন দীপাবলির শুভেচ্ছা আর আনন্দের এই উৎসবের মজা ভাগাভাগি করে নিন।
 |
শুভ দীপাবলির শুভেচ্ছা |
শুভ দীপাবলির শুভেচ্ছা 2023 - Happy Diwali Wishes
এই দীপাবলিতে নতুন স্বপ্ন, নতুন আশা, নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে সমস্ত কিছু উজ্জ্বল এবং সুন্দর হোক এবং সকলের দিনগুলি আনন্দময় হোক। শুভ দীপাবলি!
আতশবাজি ভরা আকাশ, মিষ্টিতে ভরা মুখ - এ যেন স্মৃতিতে ভরা শৈশব এর উৎসব। সবাইকে শুভ অনেক দীপাবলীর শুভেচ্ছা!
 |
Bengali Happy Diwali Wishes |
সব অন্ধকার সরে গিয়ে এই আলোর উৎসব সকলের জীবন আলোকিত করে তুলুক। আপনাকে এবং আপনার পরিবারকে শুভ দীপাবলীর প্রীতি ও শুভেচ্ছা।
আনন্দের এই উৎসব আপনার জীবনে আরও অঢেল সুখ নিয়ে আসুক। শুভ দীপাবলি
দীপাবলির আলোর মত জ্বলে উঠুক তোমার সব স্বপ্নগুলো। রঙ্গোলি গুলি তোমার জীবনকে আরও রঙিন করে তুলুক। শুভ দীপাবলির শুভেচ্ছা!
 |
bangla diwali wishes |
আশা করি এবছরের দীপাবলি আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করবে। এই দীপাবলি আলোর মতো আলোকিত ও উজ্জ্বল হোক। শুভ দীপাবলি!
শুভ দীপাবলির শুভেচ্ছা এবং ভালোবাসা নিও। এই দীপাবলি তোমার খুব আনন্দের সহিত কাটবে এবং তোমার জীবনের সব স্বপ্ন সার্থক হবে এই কামনা করি।
প্রিয় বন্ধু, আশাকরি প্রদীপ এবং মোমবাতির মতো তোমার জীবনের প্রত্যেকদিন আলোকিত হোক এবং আনন্দ, সুখ, সমৃদ্ধি ভরে উঠুক। শুভ দীপাবলি!
 |
diwali wishes messages bengali |
এই উৎসবে আলোর ঝলকানি এবং আতশবাজির শব্দ তোমার জীবনকে পূর্ণ করে তুলুক। এই দীপাবলিতে পরিবারের সঙ্গে সুন্দর এবং শান্তিপূর্ণ উৎসব উপভোগ করো বন্ধু। শুভ দীপাবলী
শুভ দীপাবলি বন্ধু। আশাকরি এই দীপাবলির উৎসব খুব ভালো কাটবে। এই দীপাবলিতে তোমার জীবনে সব অন্ধকার দূর হয়ে আলোয় ভরে উঠুক। শুভ দীপাবলি!
আজকের এই আলোর উৎসবে আমার তরফ থেকে তোমাকে এবং তোমার সকল পরিবারকে দীপাবলির শুভেচ্ছা এবং অভিনন্দন। খুব আনন্দের সঙ্গে এবং শান্তিপূর্ণভাবে উপভোগ করুন আলোয় ভরা এই উৎসব টি।
 |
শুভ দীপাবলির শুভেচ্ছা |
ঈশ্বরের কাছ থেকে পাওয়া আমার সেরা দামী উপহার হল আমার পরিবার। আমার পরিবার এর সমস্ত সদস্য দের আমার তরফ থেকে দীপাবলি অনেক শুভেচ্ছা!
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব এই দীপাবলি যেন আমাদের পরিবারে সমস্ত খুশি বয়ে নিয়ে আসে।
আমার মিষ্টি পরিবারের বড় ও ছোট সকল সদস্যকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই।
 |
Bengali Deepavali Wishes |
দীপাবলি উপলক্ষে আমরা যত প্রদীপ জ্বালিয়েছি, সেই প্রদীপের আলোর মতো আমাদের পরিবারে শান্তি এবং আনন্দ ভরে উঠুক। প্রার্থনা করি আগামী বছরগুলি পরিবারের সকল সদস্যরা যেন মিলেমিশে একসঙ্গে কাটাতে পারি। শুভ দীপাবলি!
আমাদের সুন্দর পরিবারকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। এই দীপাবলি আমাদের পরিবারে শুভ কামনা এবং সমৃদ্ধ বয়ে আনুক। আমাদের পরিবারে ভালোবাসা ভরে উঠুক। শুভ দীপাবলি!
 |
diwali wishes in bengali language |
কালী পূজা কিংবা দীপাবলি মানে পরিবারের ছোটদের সঙ্গে বাজির খেলায় মেতে ওঠা, দীপাবলি মানে বড়োদের আশীর্বাদ। আবারও বছর ঘুরে আসছে দীপাবলি। তাই সকলকে জানাই শুভ দীপাবলি অনেক শুভেচ্ছা এবং অভিন্দন।
বছর শেষ হবে, নতুন বছর আসবে। প্রার্থনা করি যে দীপাবলির আলো আপনার জীবনের নতুন অধ্যায় উজ্জ্বলিত করবে।
 |
happy diwali bengali quotes |
এই বছর টা অনেক কঠিন গেছে। জীবন আমাদের অনেক কিছু শিখিয়েছে । আমি প্রার্থনা করছি আসন্ন বছর ভালো এবং সহজ হবে। জানাই হ্যাপি দীপাবলি!
আসুন সবাই মিলে আনন্দ ও উৎসাহের সাথে অন্যের জগতকে আলোকিত করে প্রকৃত অর্থে উৎসবটি উদযাপন করি। জানাই সুখী ও নিরাপদ দীপাবলির শুভেচ্ছা।
 |
দীপাবলির শুভেচ্ছা ২০২৩ |
দীপাবলির শুভেচ্ছা বার্তা 2023
আকাশে বাতাসে অনেক আলো, দীপাবলির দিনটা কাটুক ভালো পূরণ হোক মনের ইচ্ছা, শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা।
দীপাবলীর এই আনন্দ মুখর দিনে সুখে থাকুক সবাই, এসো সবাই মনের দরজা খুলে, আনন্দে, ভালোবাসায় আজকের দিনটি কাটাই। শুভ দীপাবলী
দীপাবলির পূর্ণ তিথিতে চারিপাশে ছড়িয়ে পড়ুক শান্তি ও সীমাহীন আনন্দ। শুভ সুস্থ ও নিরাপদ দীপাবলি।
 |
bengali diwali quotes wallpaper |
দীপাবলির এই শুভ মুহূর্তে সকলকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। মা কালীর আশীর্বাদে
সকলের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনা করি। শুভ দীপাবলি সকলকে।
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তোমার জীবন যেন ভীষণ আনন্দে ভরে ওঠে। আর তোমার প্রতিটা দিন যেন হয়ে ওঠে আনন্দ মুখর। শুভ দীপাবলি
কালী মায়ের আশীর্বাদে তোমার মনের সমস্ত সুপ্ত বাসনা পূর্ণ হোক, তুমি সুখে শান্তিতে থাকো। এই কামনা নিয়ে তোমাকে দীপাবলির শুভেচ্ছা জানাই।
 |
happy diwali bangla sms |
দীপাবলির রাত যেমন আলোতে ভরে ওঠে, তেমনই তোমার জীবনও যেন খুশির আলোতে ভরে উঠুক। শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই তোমাকে।
তোমাকে ও তোমার পরিবারকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা ও ভালোবাসা। কালী মা যেন তোমাদের সকল ইচ্ছা পূরণ করেন এবং তোমাদের ওপর তাঁর কৃপাদৃষ্টি বজায় রাখেন।
দীপাবলির রোশনায় আলোকিত হয়ে উঠুক তোমার ও তোমার পরিবারের জীবনের প্রদীপ। শুভ দীপাবলি
 |
diwali caption in bengali |
শ্রীশ্রী শ্যামা মায়ের কৃপায় পৃথিবী থেকে দূর হোক সকল দুঃখ-কষ্ট, ব্যথা-বেদনা, পাপ-অন্যায়, দীপাবলির পূণ্য-লগ্নে সকলকে শুভেচ্ছা জানাই
তোমার দীপাবলি যেন খুবই আনন্দের সাথে কাটে এই কামনাই করি। শুভ দীপাবলির শুভেচ্ছা রইলো তোমার ও তোমার প্রিয় পরিবারের জন্য।
কালী মায়ের পূজার এই পুন্য তিথিতে মায়ের আশীর্বাদে তোমার ও তোমার পরিবারের মঙ্গল কামনা করি।শুভ দীপাবলি
দীপাবলীর লাইট, করে সবার মন ডিলাইট। ছুঁয়ে নাও আনন্দের ফ্লাইট, আর আনন্দ করো সারা নাইট।
শুভ দীপাবলী
 |
Diwali Greetings In Bengali |
আলো আমার আলো ওগো আলোয় ভুবন ভরা। এই আলোর উৎসবে তোমায় জানাই দীপাবলীর প্রীতি ও শুভেচ্ছা।
আজ আমার প্রাণের খুশিতে, জ্বেলে যাই প্রদীপ শিখাতে। হাজার তারার এই আলো। এলো এলো দীপাবলি এলো।
দ্বীপ জ্বালো মুছে দাও সব আঁধার, আলো জ্বালো মুছে যাক যত গ্লানি কান্না। শুভ দীপাবলি জানাই।
 |
happy diwali bengali status |
ফেলে আসা পৃথিবীর কলুষ কালিমা যত আলোর পরশমণি পাক। আগামী আলোর দ্বীপ আতশবাজির মত সবার জীবনে জ্বলে থাক। আলোর নাচন দেখে এ মন উঠলো নেচে। দ্বীপের শিখায় দীপাবলি হয়। শুভ দীপাবলি জানায়।
হাজার তারার আলো মুছে যাক সব কালো। দ্বীপ জ্বেলে যায় কে সে, আলোর নাবিক সে যে। আলোর সওয়ারি সব আজ। শুভ দীপাবলি
 |
happy diwali quotes in bengali |
এলো রে শুভ দীপাবলি, বল বল সবে জয় মা কালী। বল কালী মাই কি জয়।
দুর্গা গেলো, লক্ষ্মী এলো, এলো দীপাবলি। ঘরে ঘরে জ্বলবে প্রদীপ সাজবে রঙ্গোলী। শুভ দীপাবলি।
শুভ দীপাবলি মেসেজ 2023
কালো রূপের আলোর ছটায়, জগৎ করে আলো। একটি বছর পার করে মা মর্ত্যে তে এলো। বল কালী মাই কি জয়! শুভ দীপাবলি।
 |
শুভ দীপাবলি কালী পূজা |
জয় মা ভবানী মুণ্ড মালিনী, আছে যত তোমার খ্যাপা ছেলে, নাচবে সবাই পূজা এলে। ডাকছি জয় মা কালী বলে। শুভ দীপাবলি ও কালী পূজার শুভেচ্ছা জানাই।
মা গো তোমার নামে ঘরে ঘরে সুখের প্রদীপ জ্বালি, সকল কে জানাই মা গো শুভ দীপাবলি।
ও মা জননী শ্মশান বাসিনী সাজাবো তোমায় জবা ফুলে, ডাকছি জয় মা কালী বলে। শুভ দীপাবলি ও কালী পূজার শুভেচ্ছা জানাই সকলকে।
 |
শুভ দীপাবলি স্ট্যাটাস |
এসেছে দীপাবলি, চারিদিকে আতশবাজি কত আলো, রঙ্গিন পোশাক দেখো কত ভালো ভালো। এসো সব সময় সবাইকে উপহার ও আনন্দের ভাগ দেই। ভালোবেসে সব্বাইকে দীপাবলির শুভেচ্ছা জানাই।
বছর ঘুরে এলো রে কালী পূজা, আগের মত হবে রে আবার মজা। রঙিন আলো চারিদিকে জ্বলবে। ভুবন আলোয় একাকার হবে। এলো রে এলো দীপাবলি এলো। দীপাবলির শুভেচ্ছা।
 |
happy diwali bengali shayari |
সারা ভুবন অন্ধকারে যখন ভরে, দীপাবলির আলোয় তখন সবই যে ঝলমল করে। মোমবাতি জ্বলে, রংবাতি জ্বলে, আতশবাজি ফাটে, মাটি যে কাঁপে। ফানুশ যে উড়ল সারাভুবন আনন্দে ভরল।
সবাই বলে কালো নাকি জগতের আলো, মাগো তোমার রূপে তাই তো যে প্রমাণ হল। সবার সুখে মা, সবার দুঃখে মা তুমি যে থাকো, সবার খেয়াল রাখো। জগত জননী মা তোমার নেই কো তুলনা। শুভ কালী পূজা ও দিওয়ালীর শুভেচ্ছা।
আজ কালী পূজা এসেছে, কত রঙিন আলো সেজেছে। প্রতি ঘরে ঘরে প্রদীপ জ্বলেছে। এই বাংলার ঘরে ঘরে বলবে এলো কালী। বলবে সবাই এলো দীপাবলি।
 |
subho dipaboli |
মা যে দেখতে কালো, ঘর সে করে আলো, মায়ের কাছে গেলে কাউকে ফেরায় না খালি, বলো জয় মা কালী, শুভ দীপাবলি।
কালো রূপে মা কাত্যায়নী, আলো রূপে মা সনাতনী। যুগে যুগে মা তুমি চণ্ডী, মা গো তুমি শক্তিনাশিনি। এসো মা ঘরে, দাও মা দুহাত ভরে, কেউ না যায় যেন খালি, বলো জয় মা কালী, শুভ দীপাবলি।
দীপাবলি হও হৃদয়ে আলোর উৎসব, দূর কর তুমি জীবনের যত কালো, দুঃখ নিও না, দুঃখ দিও না কাউকে, বুকের ভেতর রাখো তুমি শুধু ভালো।
 |
diwali message in bengali |
দূর হয়ে যাক প্রাণের সকল আঁধার, হিংসা বিবাদ, বিদ্বেষ আর নয়। হৃদয় অমলিন হলে বুকের ভেতর আলোর ফোয়ারা বয়।
দীপাবলি শুধু বাজি, মোমবাতি নয়। ফানুশ ওড়ানো শ্যামা বন্দনা নয়। জ্বালাও তুমি আত্মার নবদ্বীপ, সেই দীপশিখা কত সাজে বুঝি বয়।
 |
Deepavali Wishes In Bengali |
ওগো কালী মা ও দেখো বলে সকলকে ভেতর বাড়ি টা সুদ্ধ করে জ্বালো। জ্বলবে যত তোমার ভেতর বাড়ি। আহা লাগবে বুঝি দীপাবলি বড় ভালো।
ঝিলমিল ঝিলমিল এলো দীপাবলি, অনেক খুশি আমি দীপাবলি। প্রদীপ জ্বলে ঘরে ঘরে, আল্পনা যে আঁকা উঠোনে, টুনি লাইটে সাজল বাড়ি, ঝিলমিল ঝিলমিল এলো দীপাবলি।
আকাশে আকাশে আজ ফুল্কি, অগ্নি আখরে আঁকে উল্কি। আলোর ঝর্না ঝরে খুশি খেয়ালি। চিরদিন হয়ে যাক চির দিওয়ালী।
নেই কোন বন্ধন নেই কোন ধর্মের বাধা, আতশের ঝলকানি লাগায় সবার চোখে ধাঁধা। এত আলো তবু যায়না বোঝা, রজনী কান্ত কে কোন জন রোজা। কোন জন অ্যান্টনি, কে বা আলি, সবাই কে জানাই হ্যাপি দিওয়ালী।
 |
diwali quotes in bengali 2023 |
দীপাবলির এই শুভক্ষণে, জ্বলবে আলো সবার মনে। ঘুচে যাবো আঁধার কালো, মুছে যাক দুঃখ গুলো। আকাশ জুড়ে আলোর ধারা, মন মেতেছে পাগল পারা।
দীপাবলির আলো মেখে এলো মহাকালী, ত্রিভুবনের আলো মেখে অঙ্গ করলো কালী। কালোর মধ্যে এত আলো এত গুনের বাহার, অশুভ বিনাশী মাতা, বাঁচায় জগত সংসার। সব্বাইকে দীপাবলির শুভেচ্ছা জানাই।
 |
দীপাবলি শুভেচ্ছা |
দীপাবলি নিয়ে Quotes ও SMS
নিজের গহনে যত আলো, আজই তো সুযোগ তাকে জ্বালো। ছিল যত অভিমান জমে, আজই যেন গলে যায় মোমে। যত ক্ষোভ রেখেছিলে পুষে, যেতে দাও মশালে ফানুশে। যদি না ভেতর থেকে জ্বলি, তাহলে কিসের দীপাবলি।
চলছে বাজি পোড়াবার ধুম, দুই চোখে নামছে না কারো ঘুম। মধ্যরাতে জেগে আছে পাড়া। ছেলে বুড়ো সব্বাই উৎসাহে। দেখছে কালো আকাশের গায়ে। আগুন ধরিয়ে দিচ্ছে কারা? লাহিড়ী বাড়ির বউ বীণা, জানিনা সে কি হয়েছিল কি না, মধ্যরাতে এইভাবেই খুন, কালো আকাশের দিকে চেয়ে ভাবছি যে, সেও ছিল কালো মেয়ে। তারও গায়ে জ্বলছিল আগুন।
 |
bengali diwali caption 2023 |
দুঃখ গুলো ভুলে গিয়ে দীপাবলির আানন্দে মেতে উঠুক সবার মন। সবাইকে জানাই দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রদীপের শিখার সৌন্দর্য্য তোমার জীবনকে করে তুলুক আলোকিত, কেটে যাক তোমার সব দুঃখ কষ্ট। তুমি ও তোমার পরিবার যেন চিরজীবন খুশির সাগরে ভাসতে থাকো। শুভ দীপাবলী
 |
diwali sms in bengai |
এই দীপাবলীতে আমি কামনা করি, তোমার নাম যেন উজ্জ্বল হয়ে ওঠে। খ্যাতির শীর্ষে অমর হয়ে থাকুক তোমার নাম, সারা জীবন তুমি যেন সবার শ্রেষ্ঠ হয়ে থাকো। শুভ দীপাবলী
চতুর্দিক আলো করে দাও আজ, আলোর শুভ শক্তিতে ধ্বংস হয়ে যাক দুনিয়ার সব আঁধার। শুভ দীপাবলি
 |
bengali diwali quotes |
দীপাবলীর রাতে মা কালীর কাছে আমার একমাত্র প্রার্থনা, মা যেন সবার মনের অন্ধকার দূরীভূত করেন। শুভ দীপাবলি।
প্রদীপের আলো, বাজির শব্দ, ধুপ-ধুনোর সুগন্ধ, আল্পনার রং ও ভালবাসায় ভরা অনেকটা শুভেচ্ছা রইলো তোমার জন্যে। শুভ দীপাবলী
 |
শুভ দীপাবলি wallpaper
|
চাঁদের মিষ্টি জ্যোত্স্নার সাথে তারাদের শীতল ঔজ্জ্বল্য থাকুক। আর দীপাবলীর প্রদীপের সাথে তোমার মুখে খুশীর সাগর থাকুক। যে সাগরের ঢেউ পৌঁছে যাবে তোমার হৃদয়ে। শুভ দীপাবলী
লক্ষ লক্ষ প্রদীপের এর আলোয় তোমার জীবন হয়ে উঠুক আলোকজ্বল। সুখ, সম্পত্তি, ঐশ্বর্য আর সুস্বাস্থ্যে ভরে উঠুক তোমার জীবন। শুভ দীপাবলি
চোখের কাজল থেকে, স্বপ্নের আঁচল থেকে, মনের গভীর থেকে, অনেকটা আন্তরিকতা নিয়ে তোমায় জানাতে চাই দীপাবলীর অনেক অনেক শুভেচ্ছা।
৮ থেকে ৮০ , সবার মুখে হাসি। ছোটদের হই চই আর নাচা-নাচি বাবা তুমি এনে দাও,পটাকা, ঝুর-ঝুরি আনন্দে মতোয়ারা,বাড়ির সবাই। মাগো তুমি বিনাশ করো, দেশের সন্ত্রাসী চীনা আলো নয়, চাই প্রদীপের আলো, মহান আমাদের দেশ, জ্বালো আরও প্রদীপ জ্বালো। দীপাবলি সবার ভালো কাটুক।
সকলকে জানাই দীপাবলীর প্রীতি ও শুভেচ্ছা। সকলের মনোবাসনা পূর্ণ হোক। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। শুভ দীপাবলী
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন উত্তর
হোয়াটসঅ্যাপ এ স্ট্যাটাস দেওয়ার জন্য সেরা দীপাবলির শুভেচ্ছা বার্তা কোনটি?
আতশবাজি ভরা আকাশ, মিষ্টিতে ভরা মুখ - এ যেন স্মৃতিতে ভরা শৈশব এর উৎসব। সবাইকে শুভ অনেক দীপাবলীর শুভেচ্ছা!।
দীপাবলির শুভেচ্ছা বার্তা গুলি কাকে কাকে পাঠানো যাবে?
উপরের দীপাবলির শুভেচ্ছা মেসেজগুলি পরিবার, বন্ধুবান্ধব ও প্রিয়জনদের পাঠানো যাবে।
বন্ধুদের জন্য সবচেয়ে ভালো দীপাবলির শুভেচ্ছা বার্তা কোনটি?
বন্ধুদের জন্য সবচেয়ে ভালো দীপাবলির শুভেচ্ছা বার্তা হল: - এই উৎসবে আলোর ঝলকানি এবং আতশবাজির শব্দ তোমার জীবনকে পূর্ণ করে তুলুক। এই দীপাবলিতে পরিবারের সঙ্গে সুন্দর এবং শান্তিপূর্ণ উৎসব উপভোগ করো বন্ধু। শুভ দীপাবলি! ।
...
...
শেষ কথা
কেমন লাগলো দীপাবলির শুভেচ্ছা বার্তা গুলি? আশাকরি নিশ্চয় ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাদের কে কমেন্ট এর মাধ্যমে লিখে জানাতে পারেন আপনার মন্ত্যব্য টি। সবার দীপাবলি ও কালীপূজো ভালো কাটুক।
BongHood.Com এর সমস্ত পাঠক বন্ধু দের আমাদের তরফ থেকে রইল শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।