ইন্টারনেটের স্পিড বাড়ানোর খুব সহজ উপায়

ইন্টারনেটের স্পিড বাড়ানোর উপায়

মোবাইলের ইন্টারনেট স্পীড বাড়ানোর উপায়: আমরা এমন এক যুগে বাস করছি যে যুগে ইন্টারনেট কানেকশন ছাড়া সমস্ত দুনিয়া অচল। ইন্টারনেট কানেকশন বিহীন স্মার্ট ফোন, ল্যাপটপ বা কম্পিউটার এখন বোবা বাক্সের সমান। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় মোবাইল ইন্টারনেটের স্লো স্পীড আমাদের বিভিন্ন কাজে অসুবিধা হয়। ব্যাংকের কাজ, পোস্ট অফিসের কাজ বা পড়াশুনা সবই এখন ইন্টারনেট কানেকশনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। আজকের এই পোস্টে আমরা আলোচনা করবো কিভাবে মোবাইলের ইন্টারনেট স্পীড বাড়ানো যায় এই ব্যাপারে। 

কিভাবে মোবাইলের ইন্টারনেট স্পীড বাড়াবো

ফোনে ইন্টারনেট কানেকশনের সমস্যা হলে অনেকে মনে করেন ফোনটি মেরামতের প্রয়োজন। কিন্তু অনেক সময় সিমকার্ডের সেটিংসে লুকিয়ে থাকে এর সমাধান সূত্র। সঠিকভাবে উপায় জানা থাকলে খুব সহজেই দ্রুত ইন্টারনেট কানেকশন পেতে আমরা সক্ষম হব।

ইন্টারনেট কানেকশনের স্পিড অনেক সময় কম হয়ে থাকে সঠিক ভাবে সিম ইনসার্ট না করার ফলে। আপনার স্মার্ট ফোনে যদি কখনো লক্ষ্য করেন ইন্টারনেট কানেকশন স্পিড কম রয়েছে তবে ফোন থেকে সিমটি খুলে সঠিকভাবে সেটি ইনসার্ট করুন। এছাড়াও সিন ট্রে বা স্লোটটি পরিষ্কার করলে অনেক ক্ষেত্রে কিছু সময়ের জন্য দ্রুত ইন্টারনেট কানেকশন পাওয়ার যায়।

হাই স্পিড এর ইন্টারনেট কানেকশন পাওয়ার জন্য ফোনের সিম কার্ড টি কে ফার্স্ট স্লটে রাখুন। অনেক ক্ষেত্রে দেখা গেছে দ্বিতীয় স্লটের ক্ষেত্রে ফার্স্ট সিম কার্ড রাখলে ইন্টারনেট কানেকশনের গতি বেড়ে যায়। আপনার ইন্টারনেট কানেকশনের গতি কম থাকলে আপনার ফোনের সিম কার্ডটি প্রাইমারি স্লটে আছে কিনা সেটি দেখি নিয়ে সিম কার্ডটি প্রাইমারি স্লটে সুইচ করলে দ্রুত ইন্টারনেট কানেকশন পাবেন।

ইন্টারনেটের কারেকশন স্লো থাকলে মোবাইলের নেটওয়ার্ক সেটিংস অবশ্যই একবার চেক করে নেয়া উচিত। সিমের নেটওয়ার্ক ৪জি, ৫জি বা এলটিই মোডে আছে কিনা একবার ভালো করে সেটি পর্যবেক্ষণ করে নেওয়া প্রয়োজন। এই মোড গুলি চালু না থাকে তবে অবশ্যই সেগুলি নির্বাচন করে চালু করে দিন।

উপরিউক্ত পদ্ধতিগুলির মাধ্যমে আপনি ইন্টারনেট কানেকশনের গতি সহজেই বাড়িয়ে চলতে পারবেন এবং ব্রাউজিং অভিজ্ঞতাকে আরো উন্নত করে তুলতে পারবেন। তবে একটি বিষয় মাথায় রাখা প্রয়োজন আপনি যে এলাকায় রয়েছেন সেই এলাকার ইন্টারনেট কভারেজ ঠিক থাকলে তবেই আপনি হাই স্পিড এর ইন্টারনেট কানেকশন ব্যবহার করতে পারবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url