Online Income Bengali: অনলাইনে ইনকাম করার ২০ টি কার্যকরী ও সহজ উপায়

Online Income Bengali

অনলাইনে ইনকাম করার উপায়: বর্তমান দিনে সকলেই কাজ খোঁজে। কিন্তু সেরকম কাজ খুঁজে পায়না। আর তাই মানুষকে অবসাদে ভুগতে হয়। কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে যদি লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে আমাদের কাছেই রয়েছে কাজের ঠিকানা। শুধু আমরা সেটা লক্ষ্য করছিনা তাই। আমরা সবসময় ইন্টারনেট ব্যবহার করি, স্মার্টফোন, ল্যাপটপ ব্যবহার করি। কিন্তু এই ইন্টারনেট ব্যবহার কিংবা এইসব স্মার্ট গ্যাজেট ব্যবহার করেও যে ইনকাম করা যায় তা অনেকেই জানেন না। আজ এই প্রতিবেদনে তুলে ধরব, অনলাইনে ইনকাম (Online Income) করার কার্যকরী ও সহজ উপায়। যেটার সাহায্যে আপনি বাড়ি বসে আয় করতে পারবেন। নীচে রইল সেইসব উপায়ের তালিকা।

১) ছবি বিক্রি করে আয় - Sell Photos

অনেকেই আমরা ভালোবাসি ছবি তুলতে। কিন্তু এই ভালোলাগাটাকেই কাজে লাগিয়ে আপনি করতে পারবেন ইনকাম। Getty Images, Shutterstock, 500px, Envato -এর মতো জনপ্রিয় সাইটগুলিতে সুন্দর সুন্দর ফটো আপলোড করে রেখে দিন। এরপর গ্রাহক পছন্দ করলেই সেই ছবি কিনবে  আর আপনার আয়ও হবে। 

২) ব্লগিং করে আয় - Blogging

বলা যেতে পারে এটি একটি অনলাইন নিউজপেপার বা ম্যাগাজিন। আপনার যে বিষয় পছন্দ, সেই বিষয় নিয়ে আপনি মনের মতো লিখতে পারেন। খেলাধুলা, টেকনোলজি, আইন, রান্না, জীবনী, ভ্রমন, ইত্যাদি নিয়ে লেখা যেতে পারে। নিজে একটি ব্লগিং সাইট খুলে তাতে লেখালেখি করতে পারেন। 

৩) ভিডিও দেখে টাকা ইনকাম - Watching Other's Video

আমরা খুব ভালোবাসি নানাবিধ ভিডিও দেখতে। আর এই ভালোবাসার ভিডিও থেকেও কিন্তু ইনকাম করা যায়। এমন অনেক ওয়েবসাইট রয়েছে, যেগুলোতে ভিডিও দেখলেই আপনি করতে পারবেন আয়। AppKarma, Freecash: Earn Crypto, Viggle, Roz Dhan, InboxDollars App , Cointiply, Swagbucks App, Taskbucks, clipclaps.com, irazoo.com সহ আরও অনেক অ্যাপ।

৪) স্পনসরড প্রোডাক্ট প্রোমোট করে আয়

আমরা অনেকেই রিভিউ দেখে প্রোডাক্ট কিনি। কখনো ওয়েবসাইটে পড়ে, আবার কখনো ভিডিও দেখে। আর এইসব বিস্তারিত রিভিউ দেখে প্রোডাক্টের প্রতি বিশ্বস্ত হই। আর আপনিও যদি এই কাজটি করে লোকের কাছে বিশ্বস্ত হন, তাহলে আপনিও আয় করতে পারবেন। এমন অনেক সংস্থা আছে যারা তাদের প্রোডাক্ট সম্পর্কে আপনাকে রিভিউ দিতে বলবে, আর সেই রিভিউ কার্যকর হলে আপনাকে তারা টাকা দেবে। 

৫) গেম খেলা - Play Game

অনেকেই পছন্দ করেন গেম খেলতে। অনেকের কাছেই গেম খেলাটা একটা নেশার মত হয়ে যায়। কিন্তু এই নেশাই আপনাকে সম্পদের ভান্ডার বৃদ্ধি করতে সাহায্য করবে। Winzo Game, MPL, Dream11, Bigcash, Zupee  , Rozdhan, My11Circle , Paytm First Game, Howzat, Fanclash সহ আরও অনেক অ্যাপ আছে, যেখানে গেম খেলে আপনি আয় করতে পারবেন। 

৬) ফ্রিল্যান্সিং করে আয় - Freelancing

ফ্রিল্যান্সিং মানে নির্দিষ্ট কোনো কাজ নয়। ফ্রিল্যান্সিং সাইট থেকে মোবাইলের মাধ্যমে আয় করুন। এই কাজের মধ্যে যেগুলো পড়ে, কনটেন্ট রাইটিং, ট্রান্সলেশন, ব্লগ কমেন্টিং, ফোরাম পোস্টিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, প্রুফরিডিং, প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং, ট্রান্সক্রিপশন। 

৭) অনলাইন টিউশন - Online Tution

অনেকেই অনেক বিষয়ে দক্ষ। আর সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আয় করতে পারেন, তাও আবার বাড়ি বসে। বাড়ি বসে ছাত্র-ছাত্রীদের পড়াতে পারবেন। এর মাধ্যমে আয় করতে পারবেন। বিভিন্ন ধরনের কোর্স শেখাতে পারবেন। এছাড়া ইউটিউবে পড়াশোনার ভিডিও করে সাইটে আপলোড করে আয় করতে পারবেন। 

৮) ইউটিউব করে আয় - Income from Youtube

এখন এই মাধ্যমটা বেশ পরিচিত সকলের কাছে। এর মাধ্যমে এখন সকল মানুষ আয় করছে। এটা এখন একটি শক্তিশালী একটি প্ল্যাটফর্ম। ইউটিউব থেকে আপনি ইনকাম করতে পারবেন ৪০ থেকে ৫০ লক্ষ টাকা । এখানে ভালো কনটেন্টের ভিডিও বানিয়ে আয় করতে পারেন। 

৯) ওয়েবসাইট বানিয়ে আয় - Devleloping Websites

একটা ওয়েবসাইটের দাম লাখ টাকা পর্যন্ত হতে পারে। আর তাই একটি ভালো ওয়েবসাইট বানিয়ে আয় করতে পারেন। ব্যবসায়িক ওয়েবসাইট, প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট, কোন সংস্থার ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ এইসব ওয়েবসাইট বানিয়ে রেখে দিন, এবং একটা নির্ধারিত দাম দিয়ে দিন। প্রয়োজন মত ক্রেতারা কিনে আপনাকে নির্ধারিত দাম দিলেই ইনকাম হবে। 

১০) অনলাইন রিসেলিং করে আয় - Reselling

এমন অনেক রিসেলিং অ্যাপ আছে, যেখানে প্রোডাক্ট দেওয়া থাকবে, আপনাকে  সেই প্রোডাক্ট গুলো শেয়ার করে নির্ধারিত দাম দিয়ে বিক্রি করতে হবে। Meesho, GlowRoad, ResellMall, Shop101, Earnkaro এইসব অ্যাপের মাধ্যমে রিসেলিং করে আয় করতে পারবেন।

১১) ফেসবুক থেকে আয় - Income from Facebook

ফেসবুকে পেজ বানিয়ে রিলস  ভিডিও করে আয় করতে পারবেন। ইউটিউবে যেমন ভিডিও বানিয়ে আয় করা যায় । তেমনই ফেসবুকে ভিডিও বানিয়ে আয় করতে পারবেন। 

১২) গ্রাফিক্স ডিজাইন করে আয় - Graphics Design

একজন ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার নকশা এঁকে আয় করতে পারবেন অনেক টাকা। বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসগুলোতে এই ডিজাইন লাগে। এখান থেকে আয় করতে পারবেন। Freepik, 99design, Fiverr, Upwork, Freelancer, design hill এইসব  জনপ্রিয় সাইটে গ্রাফিক্স ডিজাইনার লাগে। 

১৩) ডাটা এন্টি করে আয় - Data Entry

ডাটা এন্টি করা, ডাটা সংগ্রহ করা, কোড লেখা এইসব করে আয় করতে পারবেন। এর জন্য Excel সম্পর্কে জ্ঞান থাকতে হবে। বাড়ি বসেই করতে পারবেন। 

১৪) কপি রাইটিং করে আয় - Copywritting Work

কপি রাইটিং করে আয় করতে পারবেন। প্রতি মাসে ২০ হাজার থেকে শুরু করে ৬০ হাজার টাকা ইনকাম হবে। অনেক ওয়েবসাইট থেকে অন্যের লেখা কপি করে এডিট করে, অন্য ছবি লাগিয়ে কাজ করে আয় করতে পারবেন। এটাই হল কপি রাইটিং। 

১৫) অনুবাদ করে আয় - Translator

আপনি যদি নিজের ভাষা ছাড়া অনেক গুলো ভাষাতে দক্ষ হন  , তাহলে এই কাজ করে আয় করতে পারবেন। এমন অনেক ওয়েবসাইট রয়েছে, যারা অনুবাদ করার জন্য লোক খোঁজে। ইংরেজি থেকে স্প্যানিশ, ফ্রেঞ্চ, আরবি, জার্মানসহ অন্যান্য ভাষায় অনুবাদ করা কিংবা এইসব ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করা। এইসব করে আয় করতে পারবেন। 

১৬) পুরানো জিনিস বিক্রি করে আয় - Selling Old Things

আপনার ঘরে যদি পুরানো জিনিস থাকে, যেগুলো থেকে থেকে নষ্ট হচ্ছে, সেগুলো থেকে আয় করতে পারবেন। এমন অনেকগুলো ওয়েবসাইট আছে, যেখানে পুরানো জিনিসপত্র বিক্রি করা হয়। OLX এবং Quikr এর মতো অনেক অ্যাপ আছে, যেখানে bike, মোবাইল, টিভি, Car, computer, ল্যাপটপ বা যেকোনো ধরণের জিনিস বিক্রি করে নির্ধারিত দাম দিয়ে আয় করতে পারবেন। 

১৭) ইমেইল পড়ে আয় - Reading Email

এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে ইমেইল পড়ে আয় করতে পারবেন অনেক টাকা। মানি লাইভ ডট কম এ ইমেইল পড়লে প্রতিটি মেইল ​​পড়ার জন্য ২৫ পয়সা থেকে ৫ টাকা আয় করতে পারবেন। ম্যাট্রিক্স মেইল ​​ডট কমে ভিজিট করে অ্যাড ও ইমেইল দেখলে প্রতিদিন ১ ঘণ্টায় ৩ হাজার টাকা পর্যন্ত আয় করা যেতে পারে। সেন্ডার আর্নিং ডট কমে একটি ইমেইল পড়লে আপনার উপার্জন হবে ৭০ টাকা। 

১৮) ইনস্টাগ্রাম - Income from Instagram

ইনস্টাগ্রাম আমরা সকলেই ব্যবহার করি। আর এই জিনিসটা থেকেও আপনি আয় করতে পারবেন। ছবি, সৃজনশীল ভিডিও আপলোড করে আয় করা যাবে। 

১৯) রেফার করে আয় - Reffer

এমন অনেক অ্যাপ আছে, যেখানে শুধুমাত্র রেফার করেই টাকা পাওয়া যাবে আর কিছু করতে হবেনা। 

২০) কাস্টমার সাপোর্ট - Customer Support

এককথায় বলা হয় কাস্টমার কেয়ার । চ্যাট সাপোর্ট, ভয়েস সাপোর্ট এবং ইমেইল সাপোর্ট এর মত বিভিন্ন অপশনে কাজ করে প্রতি মাসে ৩০,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। 

শেষ কথা - Conclusion

এইসব অনেক রকম ওয়েবসাইট থেকে আয় করা যায় । কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনারা সঠিক ওয়েবসাইটে ঢুকেছেন কিনা। নাহলে আপনাদেরই ক্ষতি হতে পারে। আবার অনেক অ্যাপ বা সাইডের নিয়ম আছে, সেগুলো ঠিকঠাক ফলো করলে, ১০০ শতাংশ রোজগার করা যাবে। আশা করি BongHood.Com এর দেওয়া How to Earn Money Online in Bengali অথবা অনলাইনে ইনকাম করার উপায় গুলি আপনাদের অনেক কাজে লাগবে। ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url