Father's Day: বিশ্ব বাবা দিবস কবে ও কেন বাবা দিবস পালন করা হয়

বিশ্ব বাবা দিবস কবে ও কেন বাবা দিবস পালন করা হয়
বিশ্ব বাবা দিবস কবে? এই প্রশ্নের উত্তর আপনি ও কি জানতে চান? বিশ্ব বাবা দিবস (Father's Day) কবে? তা জানার জন্য এই আর্টিকেলটি আপনাকে মনোযোগ সহকারে সম্পূর্ণ পড়তে হবে। এই প্রতিবেদনে উল্লেখিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, সাথে আরও জানতে পারবেন বাবা দিবস কত তারিখে ও কেন পালন করা হয় তার ইতিহাস।

এই বিশেষ দিনে পিতার ব্যক্তিত্ব কে সম্মান, ভালবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে সারা বিশ্বব্যাপী বাবা দিবস উদযাপিত হয়। বাবা হলেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এক পুরুষ। প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার লোকেরা বিশ্ব বাবা দিবস উদযাপন করতে একত্রিত হয়। এই প্রতিবেদনে আমরা বিভিন্ন দেশে কিভাবে বাবা দিবস উদযাপিত হয় সেই সম্পর্কে জানবো।

বাবা দিবস কবে ও কেন পালন করা হয়

বাবা দিবস শুরু হয় ২০ শতকের শুরুর দিকে। 'সনরা স্মার্ট ডোড' নামের একজন মহিলা চান যে, মা দিবসে মায়ে দের যেমন সম্মানিত করে একটা গোটা দিন পালন করা হয় 'মাদারস ডে'  হিসেবে। তেমনি বাবা দের ও আমাদের জীবনে কম ভূমিকা থাকে না। তাই বাবা রা ও এমনি একটা দিন এর স্বীকৃতি পাওয়ার যোগ্য এবং তাই বাবা দিবস ও পালন করা উচিত। সেই থেকে প্রথমবার মা দিবসের দ্বারা অনুপ্রাণিত হয়ে ১৯ শে জুন ১৯১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবার বাবা দিবস পালিত হয়েছিল।

সময়ের সাথে সাথে বাবা দিবসের জনপ্রিয়তা ও মান্যতা অন্যান্য দেশে ও ছড়িয়ে পড়ে। ১৯৭২ সালে এই বিশেষ দিনটি মার্কিন যুক্তরাষ্ট্র একটি সরকারি ছুটির দিন হিসাবে ঘোষণা ও করে। বর্তমানে এই দিন টি বিভিন্ন দেশে বিভিন্ন রীতি নীতি ও ঐতিহ্য মেনে বিশ্বব্যাপী উদযাপিত হয় । 

বিশ্বব্যাপী বাবা দিবস পালন

সারা বিশ্বে বাবা দিবস বিভিন্ন ভাবে পালিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবার গুলোতে উপহার দেওয়া, একসাথে বসে খাওয়া এইসবের মাধ্যমে বাবা দের প্রতি কৃতজ্ঞতা দেখান হয়। সন্তানরা বাবাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য কঠোর পরিশ্রম করেন বিভিন্ন আয়োজনের মাধ্যমে।

জার্মানি ও ফ্রান্সে বাবা দিবস একই দিনে পালিত হয়। এখানে বাবা ও তার বন্ধু বান্ধব রা বাইরে কোথাও ভ্রমণ করতে বেরিয়ে পড়েন। বন্ধুদের সঙ্গ ও প্রকৃতির সৌন্দর্য অনুভব এর মাধ্যমে কেটে যায় গোটা দিন টি।

দক্ষিণ করিয়া তে ৮ই মে 'পেরেন্টস ডে' পালিত হয়, সন্তানেরা পিতামাতা উভয়কেই সম্মান জানায় হয় এই দিনে।

থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবল আদুলিয়াদেজ হলেন তাদের জাতির জনক তাই তাঁর জন্মদিন টিকেই বাবা দিবস হিসাবে পালন করেন সকলে। থাইল্যান্ড বাসিরা হলুদ রঙের কাপড় পরে দিনটি বিভিন্ন আতশবাজি, প্যারেড ও চ্যারিটি ইভেন্ট এর মাধ্যমে পালিত করেন।

আমাদের ভারত খুব উৎসাহের সহিত বাবা দিবস পালন করে। শিশুরা হাতে তৈরি কার্ড বানিয়ে তাতে হৃদয়স্পর্শী মেসেজ লিখে উপহার দেয় বাবা কে। এখনকার দিনে সবাই সোশ্যাল মিডিয়াতে বাবার সাথে ছবি তুলে পোস্ট করেন।

বাবা দিবস উপলক্ষে করনীয়

বাবা দিবস আমাদের জীবনে বাবাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করার দিন। এই দিনে পিতাদের সম্মান জানানো এবং তাঁদের বিশেষতা অনুভব করানোর জন্য যা যা করতে পারেন সেগুলির কিছু সাজেশন দেওয়া হল -

একসাথে বিশেষ ভাবে সময় কাটানো:

বাবা দিবস উদযাপনের সেরা উপায় গুলির মধ্যে একটি হল বাবার সাথে ভালো ও মানসম্মত সময় কাটানো। বাবা কে নিয়ে একসাথে পার্কে ঘোরা, কিংবা তাঁর পছন্দের স্পোর্টস একসাথে খেলা অথবা একসাথে কোন সিনেমা দেখতে যাওয়া ইত্যাদি। মূল উদ্দেশ্য এটাই থাকবে যে তাঁর প্রতি বিশেষ মনোযোগ দেওয়া ও তাঁকে স্পেশাল ফিল করানো।

পছন্দের খাবার পরিবেশন:

আপনার বাবা কে দিনের শুরু থেকেই তাঁর প্রিয় খাবার বানিয়ে খাওয়ান। দেখান আপনি রান্নায় কতটা পারদর্শী। রান্না যে নিখুঁত হতে হবে তার কোন মানে নেই। আপনি যে কষ্ট করে বাবার জন্য রান্না করবেন এটাই তাঁকে অনেক খুশি ও অবাক করবে।

বিশেষ বার্তা পাঠান:

শব্দের যে শক্তিশালী প্রভাব আছে তার বলার অপেক্ষা রাখে না। একটু সময় বার করে বাবার প্রতি আপনার যে ভালোবাসা সেটা একটি চিঠি লিখে বা মেসেজ পাঠিয়ে আন্তরিক বার্তা দিন। চিঠিতে কোন ভালো স্মৃতি বা মুহূর্তের কথাও লিখতে পারেন।

নিজ হস্তনির্মিত উপহার দিন:

হাতে তৈরি উপহার এর একটা আলাদা স্পেশালিটি রয়েছে সেটা আমরা সকলেই জানি। ইউনিক কিছু বানান যেমন ধরুন কোন ফটো অ্যালবাম, কোন কার্ডে মেসেজ, বা বাবার সাথে তোলা ছবিগুলির কোলাজ বানিয়ে উপহার দিন। এতে আপনার বাবা অনেক খুশি হবেন।

বন্ধুবান্ধব এর সাথে বাড়িতে পার্টির আয়োজন:

বাবা দিবস উপলক্ষে আপনি বাড়িতে বন্ধু-বান্ধব কে আমন্ত্রণ জানান এবং সপরিবার মিলে একটি ছোটো খাটো পার্টির আয়োজন করুন। কেক কাটুন, ভালো ভালো খাবার খান। পারলে বাবার বন্ধু বান্ধব দের ও আমন্ত্রণ জানান। মনে রাখবেন কেউ যেন বাদ না পড়ে। প্রিয়জনদের মধ্যে যদি ভুলে জান কাউকে আমন্ত্রণ জানাতে, তাহলে তিনি অনেক কষ্ট পাবেন। আর বাবা দিবসে কাউকে কষ্ট দেওয়া মোটেও ভালো দেখায় না।

বাবার কাজে সহযোগিতা প্রদান:

বাবা দিবস এর দিন টি তে স্পেশাল বানানোর জন্য বাবার করা নিত্য দিনের নিয়মিত কাজ গুলি থেকে বাবাকে বিরতি নিতে বলুন। বাবা কে বিশ্রাম দিয়ে বাবার করা কাজ গুলি নিজে করুন কিংবা বাবার সাথে তাঁর কাজে হাত লাগান। এতে আপনার বাবা ভীষণ আনন্দ অনুভব করবেন।

অসহায় কে খাদ্য দান করা:

বাবা দিবসের দিনে অসহায় বস্ত্র বাসস্থানহীন মানুষদের খাবার ও বস্ত্র প্রদান করতে পারেন। অযথা টাকা নষ্ট না করে গরীব মানুষ দের সাহায্য করুন। বাবা দিবসে অবশ্যই একটি সর্বোত্তম কাজ হবে। 

বৃদ্ধাশ্রম গিয়ে অসহায় পিতা-মাতা দের খোঁজ খবর নেওয়া:

আপনাদের আসে পাশে যদি কোন বৃদ্ধাশ্রম থেকে থাকে তাহলে সেখানে গিয়ে অসহায় পিতামাতা দের ভালো খাবার কিংবা কাপড় দান করলে তারা খুবই খুশি হবেন। বৃদ্ধাশ্রমে যে সকল পিতামাতা রয়েছেন তাঁদের খোঁজ খবর নিন ও তাঁদের থেকে আশীর্বাদ নিন। তাতে বাবা দিবস এর দিনটি আরও ভালো কাটবে। 

উপসংহার

বিশ্ব বাবা দিবস কবে ও কেন বাবা দিবস পালন করা হয় আশা করি তা জানতে পেরেছেন। কেননা উপরে আমরা তা বর্ণনা করেছি। সেই সঙ্গে বাবা দিবসের দিন টিকে স্পেশাল বানানোর জন্য কি কি করা যেতে পারে সেটাও উল্লেখ করেছি।

আশা করি বাবা দিবস সম্পর্কিত এই প্রতিবেদন টি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে আপনি আপনার বন্ধু বান্ধব দের সাথে শেয়ার করতে পারেন। BongHood.Com এর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url